স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার তেরঙ্গা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় নিজের ডিপি তেরঙ্গা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রোফাইলের ছবি বদল করেন মোদী। ভারতের জাতীয় পতাকার একটি ছবি ডিপি করেন প্রধানমন্ত্রী। লেখেন, আজ, ২ অগাস্ট একটি বিশেষ দিন। এমন একটা সময় যখন আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি। জাতীয় পতকার সম্মানে দেশ #HarGharTiranga কর্মসূচির জন্য প্রস্তুত দেশ। আপনারাও Har GharTiranga কর্মসূচিতে অংশ নিন।
It is a special 2nd August today! At a time when we are marking Azadi Ka Amrit Mahotsav, our nation is all set for #HarGharTiranga, a collective movement to celebrate our Tricolour. I have changed the DP on my social media pages and urge you all to do the same. pic.twitter.com/y9ljGmtZMk
— Narendra Modi (@narendramodi) August 2, 2022
স্বাশীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে Har GharTiranga কর্মসূচি নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এই কর্মসূচিতে দেশের ২০ কোটি বাড়িতে পতাকা ওড়ানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এই প্রকল্পের আওতায় আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট তেরঙ্গা ওড়ানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সব সরকারি ও বেসরকারি দফতরকেও এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা, রেস্তোরা, শপিং মল, টোলপ্লাজা, থানায় জাতীয় পতাকা ওড়ানোর কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে টুইট করে দেশবাসীকে এই কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ করেছেন। বলেছেন, এতে জাতীয় পতকার প্রতি সম্মান বাড়বে আমাদের। নাগরিকদের সোশ্যাল মিডিয়ায় তেরঙ্গার ছবি দিতে বলা হয়েছে। সেইমত মঙ্গলবার ফেসবুক, ট্যুইটার-সহ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি পাল্টে জাতীয় পতাকার ছবি দেন মোদী। এই নিয়ে ১০ থেকে ১২ অগাস্ট দেশের প্রতিটি জেলায় তেরঙ্গা মিছিল করার পরিকল্পনা করেছে বিজেপি যুব মোর্চা।
Comments are closed.