মনোনয়ন পত্র জমা দিলেন এনডিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। শুক্রবার মনোনয়ন পেশের জন্য সংসদ ভবনে পৌঁছান দ্রৌপদী মুর্মু। এদিন তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। দেখা যায় সংসদ ভবনে ঢোকার আগে গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি।
এদিন সকালে ওড়িশা ভবন থেকে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে তিনি রওনা দেন। এদিন সকালেই সংসদ ভবনে পৌঁছান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার ৬৪ বছরের এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। মোদী টুইট করে বলেন, সমাজের সমস্ত স্তরের মানুষের গ্রহণযোগ্যতা নিয়েই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দেবেন। তাঁর নাম ঘোষণায় আদিবাসী সমাজ খুবই গর্বিত। তিনি প্রশাসনিক কাজের অভিজ্ঞতা দিয়ে সমগ্র দেশকে উপকৃত করবে। টুইট করে জানিয়েছেন অমিত শাহ।
মঙ্গলবারই তাঁকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে এনডিএ। ঝাড়খন্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী। এরপর বুধবার সকাল থেকেই বাড়িয়ে দেওয়া হয় তাঁর নিরাপত্তা। জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় দ্রৌপদী মুর্মুকে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এক গ্রামে সাঁওতাল পরিবারে জন্ম দ্রৌপদীর। রাজনীতিতে আসার আগে স্কুল শিক্ষিকতা করতেন তিনি। তিনি ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল। তিনিই প্রথম রাজ্যপাল যিনি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন।
Comments are closed.