আজ রাজীব গান্ধির ৭৮ তম জন্মদিবস ৷ ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার একটি টুইট করেন নরেন্দ্র মোদী। তিনি লেখেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
On his birth anniversary, tributes to our former Prime Minister Shri Rajiv Gandhi.
— Narendra Modi (@narendramodi) August 20, 2022
এদিন সকালে বীর ভূমিতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন পুত্র রাহুল গান্ধী, কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়া অন্য কংগ্রেস নেতা, কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। একটি ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী। লেখেন, বাবা, আপনি প্রতি মুহূর্তে আমার পাশে আছেন, হৃদয়ে আছেন। দেশ নিয়ে আপনি যে স্বপ্ন দেখেছিলেন, তা যেন পূরণ করতে পারি।
पापा, आप हर पल मेरे साथ, मेरे दिल में हैं। मैं हमेशा प्रयास करूंगा कि देश के लिए जो सपना आपने देखा, उसे पूरा कर सकूं। pic.twitter.com/578m1vY2tT
— Rahul Gandhi (@RahulGandhi) August 20, 2022
এদিন টুইট করেছেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ৷ তিনিও একটি ভিডিও পোস্ট করেন ৷ সেখানে লেখা, শক্তিশালী, স্বাধীন, আত্মনির্ভরশীল এবং প্রথম সারিতে দেখতে চাই ভারতকে মানবতার সেবায়।
“I dream of India Strong, Independent, Self-Reliant and in the front rank of the nations of the world, in the service of mankind.” pic.twitter.com/3HdJ1s9RPu
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 20, 2022
উল্লেখ্য, ১৯৮০ সালে বিমান দুর্ঘটনায় দাদা সঞ্জয় গান্ধীর মৃত্যু হয়। এরপর ইচ্ছার বিরুদ্ধে গিয়েই রাজনীতিতে যোগ দেন রাজীব গান্ধী। ১৯৮৪ সালে খুন হন মা ইন্দিরা গান্ধী। এরপর মাত্র ৪০ বছর বয়সে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী।
Comments are closed.