দেশের শক্তির প্রতীক, ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এর উদ্বোদন প্রধানমন্ত্রীর
একটি ঐতিহাসিক দিনের সাক্ষী থাকল ভারত। আনুষ্ঠানিকভাবে নৌ বাহিনীতে সংযুক্ত হল প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সূচনা করেন। কেরলের কোচি থেকে জলে ভাসানো হল বিক্রান্তকে। নৌসেনা সূত্রে জানা গিয়েছে, বিক্রান্ত রণতরীতে রাখা যাবে ৩০টি যুদ্ধবিমান।
এদিন একটি টুইট করেন মোদী। সেখানে লেখেন, আইএনএস বিক্রান্ত ভারতের প্রতিরক্ষা দফতরকে আরও শক্তিশালী করবে। একটি ভিডিও পোস্ট করেন মোদী।
INS Vikrant is an example of Government’s thrust to making India’s defence sector self-reliant. https://t.co/97GkAzZ3sk
— Narendra Modi (@narendramodi) September 2, 2022
কেরল থেকে উদ্বোধনের সময় মোদী বলেন, আজ আইএনএস বিক্রান্ত দেশকে নতুন আত্মবিশ্বাসে ভরিয়ে দিয়েছে। এটি ভারতের কঠোর পরিশ্রম, এবং প্রতিশ্রুতির প্রতীক। দেশীয় শক্তি, গবেষণা এবং দক্ষতার প্রতীক। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করতে দেশের অগ্রগতির জন্য আইএনএস বিক্রান্তে মহিলা অফিসারদেরও নিয়োগ করা হবে। তিনি আরও বলেন, নৌবাহিনীর সব শাখায় এখন মহিলাদের নিয়োগ করা হচ্ছে।
কেরালার কোচিন শিপইয়ার্ডে নির্মিত এই বিমানবাহী রণতরীটির নির্মাণে ২০হাজার কোটি টাকা খরচ হয়েছে। এই জাহাজের বিভিন্ন অংশ ১৮টি রাজ্যে তৈরি করা হয়েছে। ২০০৯ এর ফেব্রুয়ারিতে আইএনএস বিক্রান্তের নির্মাণ শুরু হয়। ২০১৩ সালের আগস্টে প্রথমবার বিক্রান্তকে জলে নামানো হয়েছিল। ২০২০ সালের নভেম্বরে প্রথঅম ট্রায়ালের পর ২০২২ সালের জুলাই মাসে এটির শেষ ট্রায়াল হয়। ট্রায়াল শেষ হওয়ার পরে, এটি ২০২২ সালের জুলাই মাসে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল।
Comments are closed.