কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করুন, অন্যথায় কৃষকদের অপমান করা হবে, মোদীকে খোলা চিঠি প্রিয়ঙ্কা গান্ধীর
লখিমপুরে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলের বিরুদ্ধে কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে
কৃষি আইন প্রত্যাহারের পর শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন প্রিয়ঙ্কা গান্ধী । চিঠিতে তিনি লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করা হোক। তিনি মোদীকে অনুরোধ করেছেন, মন্ত্রী অজয় মিশ্রকে এড়িয়ে চলুন। তাঁকে বরখাস্ত করুন। মন্ত্রী অজয় মিশ্র যে মঞ্চে উপস্থিত থাকবেন আপনাকে অনুরোধ করা হচ্ছে সেই মঞ্চ এড়িয়ে যেতে।
উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষকদের শান্তিপূর্ণ মিছিলের উপর চালিয়ে দেওয়া হয় গাড়ি। সেই ঘটনায় চার কৃষকের মৃত্যু হয়। অভিযোগ, এরপরেই কৃষকেরা মারমুখী হয়ে আক্রমণ করে ও আরও চারজন ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে মাস খানেক আগে। লখিমপুরের ওই ঘটনায় মোট নজনের মৃত্যু হয়। ঘটনায় নাম জড়িয়ে পড়ে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের। গ্রেফতার করা হয় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে আশিস মিশ্রকে। প্রথম থেকেই কৃষকদের দাবি ছিল, যে গাড়ি দিয়ে বিক্ষোভরত কৃষকদের পিষে দেওয়া হয়েছে, সেই গাড়িতেই ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীপুত্র আশিস মিশ্র। তবে প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
এই কারণেই আশিস মিশ্রকে বরখাস্তের দাবি তুলেছেন প্রিয়ঙ্কা গান্ধী। তিনি জানিয়েছেন, এর অন্যথা হলে কৃষকদের ভাবাবেগে আঘাত লাগবে। আন্দোলন চলাকালীন যে সব কৃষক প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে সাহায্য দেওয়ার আবেদন করেছেন প্রিয়ঙ্কা গান্ধী।
উল্লেখ্য, শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী তিন কৃষি আইন প্রত্যাহার করে নেন। পাশাপাশি তাঁর সরকার যে কৃষকদের পাশে রয়েছে, কৃষকদের স্বার্থের কথা চিন্তা করে, সেটাও বকলমে বোঝানোর চেষ্টা করেন। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। যদিও কৃষকরা জানিয়ে দিয়েছেন, সংসদে আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
Comments are closed.