গম্ভীর এত করোনার ওষুধ পেলেন কোথায়? ড্রাগ কন্ট্রোলারকে তদন্তের নির্দেশ দিল্লি হাই কোর্টের
দিল্লির ড্রাগ কন্ট্রোল বিভাগকে তদন্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট
যখন সব কিছুর আকাল চলছে তখন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর কী ভাবে এত বিপুল পরিমাণ করোনার ওষুধ ফ্যাবিফ্লু জোগাড় করে বিলি করলেন? দিল্লির ড্রাগ কন্ট্রোল বিভাগকে তদন্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব।
গৌতম গম্ভীরের বিরুদ্ধে করোনার জীবন দায়ী ওষুধ Fabiflu বিলি করার অভিযোগ উঠেছিল। এই ওষুধের যখন আকাল চলছিল তখনই তা নিজের কাছে বেশি পরিমাণে সঞ্চয় করে রেখেছিলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর, বলে অভিযোগ ওঠে।
এদিন আদালত বিজেপি সাংসদের আইনজীবীকে প্রশ্ন করে, ভালো উদ্দেশ্য নিয়ে ওই ওষুধ সংগ্রহ করা হলেও, চারিদিকে এত মানুষ মারা যাচ্ছেন, করোনার ওষুধ মিলছে না, তখন জীবনদায়ী ওষুধ সংগ্রহ করে রাখা কোন দায়িত্বের পরিচয়?
তিনি কি বোঝেননি এই ওষুধ নিজের কাছে গচ্ছিত রাখলে একজন কোভিড রোগীর কাছে তা পৌঁছাতে দেরি হবে? প্রশ্ন তোলে দিল্লি হাইকোর্ট।
এদিন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ছাড়াও আদালত আপ সাংসদ প্রীতি তোমার ও প্রবীণ কুমারের বিরুদ্ধে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে ড্রাগ কন্ট্রোল বোর্ডকে। তাঁদের বিরুদ্ধে করোনা রোগীদের ব্যবহৃত অক্সিজেন কালোবাজারির অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত অভিযোগ নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
দিল্লিতে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে গিয়েছিল অক্সিজেন ও ওষুধ চেয়ে হাহাকার। সেই সময় নিজের উদ্যোগে করোনার ওষুধ ফ্যাবিফ্লু জোগাড় করেন গৌতম গম্ভীর। এবং সেই ওষুধ নিজের অফিস থেকে বিলি করেছিলেন। মহামারির সময় যখন ওষুধের আকাল তখন বিজেপি সাংসদ গম্ভীর কোথা থেকে এত ওষুধ পেলেন? তা নিয়ে প্রশ্ন ওঠে। মানুষের পাশে দাঁড়াতে চেয়ে বিজেপি সাংসদ গম্ভীর যা করেছেন তাতে আপাতদৃষ্টিতে কোনও সমস্যা না ধরা পড়লেও মহামারির সময় তিনি এত ওষুধ পেলেন কোথায়? এই প্রশ্ন তুলেছে দিল্লি হাই কোর্ট।
Comments are closed.