আন্দোলন করে পেট্রোলের দাম কমবে না। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাই এই নিয়ে আন্দোলন না করে রাজ্যের ভুয়ো টিকায় নজর দেওয়া উচিত।
কলকাতায় এদিন পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। অস্বাভাবিক দাম বৃদ্ধির জেরে জেরবার মধ্যবিত্ত। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল। মমতা ব্যানার্জির নির্দেশে শনি ও রবিবার রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রেই বিক্ষোভ মিছিল চলছে।
এদিন এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি সাংসদ বলেন, আন্দোলন করে পেট্রোপণ্যের দাম কমানো যায় না। তাঁর দাবি, বিজেপি নানা ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন করছে, বিধানসভার ভিতরে বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। সেই দেখেই তৃণমূলের আন্দোলন করার ইচ্ছে হয়েছে!
অস্বাভাবিক দাম বৃদ্ধির ব্যাখ্যা দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামের স্থিতাবস্থা এলেই ভারতে দাম কমবে। আন্তর্জাতিক বাজার যখন যেমন খুশি তেলের দাম বাড়ায়। কেন্দ্রের এতে কোনও ভূমিকা নেই। দাম যে এই মুহূর্তে কমারও সম্ভবনা নেই তাও জানান বিজেপির রাজ্য সভাপতি।
পেট্রোলের দাম বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জানিয়েছিলেন, রাজ্য পেট্রোপণ্যের উপর থেকে সংগৃহীত করের পরিমাণ কমিয়ে দিলেই কেন্দ্রের সরকারের কাছে রাজ্য বিজেপিও কর কমানোর আবেদন জানাবে।
এদিন কার্যত একই দাবি করলেন দিলীপ ঘোষও। বলেন, পেট্রোল থেকে কেন্দ্র ২০ থেকে ২২ টাকা রোজগার করছে, রাজ্য পায় ৪০ টাকা মত। সেটা কমিয়ে দিলেই পেট্রোলের দাম কিছুটা কমে যাবে।
কেন্দ্র রাজ্যের তরজার মধ্যেই অস্বাভিক মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত আমজনতার।
Comments are closed.