রান্নাঘরে অগ্নিকাণ্ড! আকাশছোঁয়া গ্যাসের দামের প্রতিবাদে আন্দোলনে মহিলা তৃণমূল
সোচ্চার তৃণমূলের বঙ্গজননী বাহিনী
ইতিমধ্যেই তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি ঘোষণা করেছেন, পেট্রোলের মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনি ও রবিবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সব জেলার পাশাপাশি শনিবার দক্ষিণ কলকাতা ও রবিবার বেহালায় মিছিল করবে শাসক দল। পেট্রলের পাশাপাশি রান্নার গ্যাসের অস্বাভিক দাম বৃদ্ধির প্রতিবাদে এবার সোচ্চার তৃণমূলের বঙ্গজননী বাহিনী।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শনি ও রবিবার তৃণমূল সাংসদ কাকলী ঘোষদস্তিদারের নেতৃত্বে রাজ্যের সব গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূলের বঙ্গজননী বাহিনী। উল্লেখ্য, পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ হাওড়ায় ভারত পেট্রোলিয়ামের বটলিং সামনে বিক্ষোভ দেখাছিল তৃণমূলের সমর্থকরা। সেই সময় ওখান দিয়ে কেন্দ্রের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রীর কনভয়ে যাচ্ছিল। যদিও কনভয় দেখে কোনোপ্রকার প্রতিক্রিয়া করেনি তৃণমূলের কর্মী সমর্থকরা।
[আরও পড়ুন- দেশি বোমা নয় ব্যবহার হয়েছিল শক্তিশালী বোমা! ফরেন্সিক দলের হাতে চাঞ্চল্যকর তথ্য, আপাতত স্থিতিশীল মন্ত্রী]
২২ তারিখ রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূলের সদস্যরা সারাদিন রানী রাসমণি রোডে অবস্থান বিক্ষোভ করবে বলে, তৃণমূল সূত্রে খবর। সব মিলিয়ে ভোটের মুখে পেট্রল, রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির মত একটি ইস্যুকে হাত ছাড়া করতে নারাজ তৃণমূল।
Comments are closed.