সকাল সকাল বর্ধমানের খানা জংশন স্টেশনে রেল অবরোধ। দাঁড়িয়ে পড়ল দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস। ডাউন রামপুরহাট-বর্ধমান লোকালকে খানা স্টেশনে দীর্ঘক্ষণ থামিয়ে রেখে রাজধানী এক্সপ্রেসকে পাস করানোর প্রতিবাদে এই অবরোধ করেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, লোকাল ট্রেনগুলিকে দীর্ঘক্ষণ স্টেশনে থামিয়ে রেখে অন্য দূরপাল্লার ট্রেনকে পাস করানো হয় নিত্যদিন। এরফলে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায় যাত্রীদের। তাই বুধবার যাত্রীরা রেল লাইনের ওপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে। কয়েকঘন্টা বিক্ষোভ দেখানোর জেরে বন্ধ হয়ে দূরপাল্লা ও একাধিক লোকাল ট্রেন।
কয়েকঘন্টা অবরোধ চলার পর রেল আধিকারিকদের আশ্বাসে উঠে যায় অবরোধ। যাত্রীরা জানিয়েছেন, খানা জংশন স্টেশনে লোকাল ট্রেনগুলিকে দাঁড় করিয়ে দূরপাল্লার ট্রেন পাস করানো হয় দীর্ঘদিন ধরে। বুধবার সকালেও রামপুরহাট-বর্ধমান লোকাল খানা জংশনে ঢুকতেই সেটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় রাজধানী পাস করানোর জন্য। প্রায় ৪০ মিনিট লোকাল ট্রেনটি দাঁড় করিয়ে রাখার পর বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। আটকে যায় রাজধানীও।
Comments are closed.