পুজোর ক’টা দিন অনেকেই কলকাতার কোলাহল থেকে দূরে কাটাতে চান। ছুটিতে তাই বেরিয়ে পড়েন পাহাড় অথবা সমুদ্রে। তবে একেবারে শেষ মুহূর্তে দূর পাল্লার ট্রেনে টিকিট পাওয়াও মুশকিল। এই অবস্থায় পর্যটকেদের সু’খবর দিল রেল। সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুরী যাওয়ার জন্য একটি করে স্পেশাল ট্রেন চালাবে রেল।
রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সপ্তমীতে অর্থাৎ শনিবার সন্ধ্যা ৭টা বেজে ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ০৩১০১ শিয়ালদহ-পুরী স্পেশাল। রবিবার ভোর ৪টে ১৫ মিনিটে পুরী পৌঁছবে এটি। আবার পুরী থেকে দুপুর ৩টে ১৫ মিনিটে ছেড়ে রাত দুটোয় শিয়ালদহে পৌঁছবে ট্রেনটি। দশমী পর্যন্ত একই সমসূচিতে চলবে ট্রেনটি।
রেল সূত্রে খবর, বুধবার থেকেই অনলাইনে এই স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। শীতাতাপ নিয়ন্ত্রিত এই ট্রেনটিতে যাত্রী স্বাচ্ছন্দ্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও স্পেশাল এই ট্রেনে কোনও রকমের ছাড় থাকছে না। তৎকালেও টিকিট কাটা যাবে না। পুজোর মধ্যেই বেড়াতে যাওয়ার পক্ষে আদর্শ এই ট্রেনটি, এমনটাই দাবি রেলের কর্তাদের।
Comments are closed.