পর্যটকেদের জন্য সু’খবর; মাত্র দু’ঘন্টাতেই এবার পৌঁছে যাবেন ঝাড়গ্রাম

রোজকার ব্যস্ততায় লম্বা ছুটি মেলা মুশকিল। তাই অনেকেই এক দিনের ট্যুইরের দিকে ঝুঁকেছেন। একটা ছুটির দিন দেখে সকালে বেরিয়েই রাতে ফিরে আসা। তবে তাতেও দূরত্বের কারণে অনেক প্রিয় জায়গাতেই যাওয়া হয়ে ওঠে না। তবে এবারে কিছুটা খুশির খবর দিল রেল। এবার থেকে মাত্র দু’ঘন্টাতেই পৌঁছে যাওয়া যাবে ঝাড়গ্রামে। একদিনেই পাহাড়, জঙ্গলের সুন্দর এই পর্যটনস্থল ঘুরে আসা যাবে।

জানা গিয়েছে, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এবার থেকে ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়াবে। আপ এবং ডাউন দুটি ট্রেনই ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়াবে। বুধবার থেকেই এটি শুরু হয়েছে। সকাল ৬.২০-তে হাওড়া স্টেশন থেকে ছেড়ে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ৮.২৪ মিনিটে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছবে। অর্থাৎ কলকাতা থেকে মাত্র দু’ঘন্টাতেই আপনি পৌঁছে যাবেন ঝাড়গ্রাম।

শুধু হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেসই নয়। দূর পাল্লার আরও বেশ কিছু ট্রেনের এরকম স্টপেজ বাড়ানো হয়েছে। হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস থামবে ঝাঁটিপাহাড়ি স্টেশনে। শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হচ্ছে মালদহের কুমেদপুরে। দুমকা-রাঁচি এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হবে পুরুলিয়া জেলার পুন্ডাগ স্টেশনে। কলকাতা থেকে গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড় স্টেশনে। এই স্টপেজ বাড়ানোর ফলে পর্যটকেরা অনেক জায়গাতেই একদিনের জন্য ঘুরে আসতে পারবেন।

Comments are closed.