একটি টিকিটেই কলকাতার সব দর্শনীয় স্থান; উদ্যোগে রাজ্যের পর্যটন দফতর 

৩০০ বছরের শহর। গোটা শহর জুড়ে ইতিহাসের হাতছানি। পাশাপাশি আধুনিকতায়ও পরিপূর্ন। কলকাতা এমন এক শহর, যেখানে একসঙ্গে আপনি হরেকরকম অভিজ্ঞতার শরিক হতে পারবেন। অন্যরকম ভ্রমণের স্বাদে দেশ তো বটেই বিদেশ থেকেও প্রতিবছর বহু ট্যুরিস্ট তিলোত্তমায় ছুটে আসেন। এবার কলকাতা প্রেমীদের জন্য অভিনব ব্যবস্থা করছে রাজ্য। একটি সিঙ্গেল পাসেই কলকাতার সমস্ত দর্শনীয় স্থান ঘুরতে পারবেন একজন। তেমনটাই জানা গিয়েছে পর্যটন দফতর সূত্রে। 

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীর্ঘ দিন ধরেই ‘সিঙ্গেল ট্যুরিস্ট পাস’এর পরিকল্পনা করেছিলেন। পর্যটন দফতরের উদ্যোগে খুব শীঘ্রই সেই পরিষেবা শুরু হতে চলেছে। একটি ট্যুরিস্ট পাস কাটলেই কলকাতার সব দর্শনীয় স্থানে যাওয়া যাবে। অর্থাৎ যে টিকিটে আপনি ন্যাশনাল মিউজিয়াম ঘুরতে পারবেন একই টিকিটে আপনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িও ঘুরে দেখতে পারবেন। তার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে না। ফলে ট্যুরিস্টদের তো সুবিধা হবেই। সেই সঙ্গে কলকাতার পর্যটনও বাড়তি মাত্রা পাবে। 

Comments are closed.