জোর ধাক্কা বিরোধীদের, রাফাল পুনর্বিবেচনা মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল বিরোধীরা। পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ রাফাল মামলার রিভিউ পিটিশনের আবেদন খারিজ করে দিল। ২০১৮ সালের রায়ই জারি রেখে জানিয়ে দিল, ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার কোনও সারবত্তা নেই। এটা ভারত সরকার এবং ফরাসি সরকারের অভ্যন্তরীণ বিষয়। এমনকী এই নিয়ে কোনও এফআইআর-ও হয়নি। তাই এই মামলার আর কোনও প্রয়োজন নেই। পাশাপাশি বৃহস্পতিবার ওই সাংবিধানিক বেঞ্চ রাহুল গান্ধীকে সতর্ক করে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করে দেয়। তবে আপাতত সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রীকে জড়িয়ে রাহুল গান্ধীর করা মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছে। লোকসভা ভোটের আগে বিভিন্ন সভায় প্রচার চালাতে গিয়ে তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সুপ্রিম কোর্টকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ‘চৌকিদার চোর হ্যায়’ শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন। এব্যাপারে রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। পরবর্তীকালে তা নিয়েও রিভিউ পিটিশন হয়। শীর্ষ আদালত সেটিও বাতিল করে দিয়েছে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলাও বাতিল

Comments are closed.