সঠিক নেতৃত্বের অভাবেই ভয়াবহ করোনা সঙ্কটের মুখে ভারত! বলছেন রঘুরাম রাজন
মানুষের সেই আত্মতুষ্টি কাল হয়ে দাঁড়ালো। দাবি করেছেন শিকাগো বুথ স্কুলের ফিনান্সের অধ্যাপক
করোনার প্রথম ধাক্কাতেই আমরা সবটা জয় করে নিয়েছি! কোভিড সংক্রমণ নিয়ে মানুষের তীব্র আত্মতুষ্টি প্রকাশের পাশাপাশি সরকারে অদূরদর্শিতা এবং প্রকৃত নেতৃত্বের অভাবে আজ দেশবাসীকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। রাজন বলেন, আপনি যদি সতর্ক হন, এমনকি সাবধানীও হন, তবে আপনাকে বুঝতে হবে যে করোনার ধাক্কা এখনও শেষ হয়নি।
শিকাগো বুথ স্কুলের অর্থনীতির অধ্যাপক বলছেন, গতবছর সাময়িকভাবে সংক্রমণের হার কমে যাওয়ার পর মানুষের মধ্যে একটি মুক্তির অনুভূতি কাজ করছিল, যেন তাঁরা ভাইরাসকে জয় করে ফেলেছেন। জীবনের সবচেয়ে খারাপ সময় পেরিয়ে গেছে অতএব এবার সময় উন্মুক্ত হওয়ার। আর মানুষের সেই আত্মতুষ্টি কাল হয়ে দাঁড়ালো। দাবি করেছেন শিকাগো বুথ স্কুলের ফিনান্সের অধ্যাপক।
দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যুতে রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। কিন্তু গত বছর অর্থনৈতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী এখনও কঠোর লকডাউনের পথে যাননি। কিন্তু প্রশ্ন উঠছে আর কতদিন এড়ানো যাবে সম্পূর্ণ লকডাউন?
সরকারের করোনা মোকাবিলার পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন রাজন। আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের মতে, সংক্রমণের প্রথম ঢেউয়ের বিরুদ্ধে সরকার আপেক্ষিক সাফল্য পেয়েছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন হওয়ার জন্য প্রয়োজন ছিল দ্রুত পর্যাপ্ত ভ্যাকসিন প্রস্তুত করা। সেটা না হওয়ায় দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ ধাক্কা সামলাতে হচ্ছে।
এরপরই তিনি বলেন, দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে মোকাবিলা করার জন্য হাতে কিছুটা সময় ছিল বলে আমাদের মনে হয়েছিল। তাই আমরা আস্তে আস্তে টিকা বের করতে শুরু করি। মূলত নেতৃত্বের অতি আত্মতুষ্ট মনোভাব মানুষের মধ্যে সঞ্চালিত হয়েছে। ফলে ব্যাপক বিপদ মাথায় নিয়েও আপাত ভাবে মুক্তির আনন্দে মেতে উঠেছিল দেশ। যা হিতে বিপরীত হয়েছে। এমনটাই মনে করছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।
Comments are closed.