রেলে অনলাইনে টিকিট বুকিং সিস্টেমে আমূল পরিবর্তন আনছে রেল মন্ত্রক। যার জেরে ট্রেন যাত্রার জন্য যাঁরা অনলাইনে টিকিট কাটেন, তাঁদের বিরাট সুবিধা মিলবে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। সেপ্টেম্বর থেকেই এই পরিবর্তন আনা হবে ঘোষণা করেছেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে আড়াই লাখ টিকিট ইস্যু করবে রেল। যার ফলে আরও দ্রুত টিকিট কাটতে পারবেন গ্রাহকরা। বর্তমানে অনলাইনে টিকিট বুকিং-এ প্রতি মিনিটে ২৫ হাজার টিকিট ইস্যু হয়। ফলে কখনও কখনও টিকিটের চাহিদা বেশি হলে অনেক সময় সার্ভার ডাউন থাকত, টিকিটের জন্য অপেক্ষা করতে হত। ফলে টিকিট ইস্যুর সংখ্যা বাড়লে সেই সমস্যা অনেকটাই দূর হবে বলে দাবি রেল কর্তাদের।
এছাড়াও রেলের অনলাইন পরিষেবা ঢেলে সাজানো হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। বর্তমানে প্রতি মিনিটে ৪ লক্ষ অনুসন্ধানের জবাব দেওয়া হয়। সেই ব্যবস্থাও ব্যাপক ভাবে সাজানো হচ্ছে বলে জানান রেলমন্ত্রী। সেপ্টেম্বর থেকে মিনিটে ৪০ লক্ষ অনুসন্ধানের জবাব দেবে রেল।
উল্লেখ্য, চলতি বাজেটে রেকর্ড পরিমাণ বরাদ্দ বেড়েছে রেলের। মূলত লাইন সম্প্রসারণ, রেলের পরিকাঠামো উন্নয়নে বাজেটে বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে। এই পরিস্থিতিতে অনলাইন টিকিট ব্যবস্থা নিয়েও স্বস্তির খবর দিলেন রেলমন্ত্রী।
Comments are closed.