দূরপাল্লার ট্রেনে মহিলা যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে দূরপাল্লার ট্রেনে যাত্রার ক্ষেত্রে কনফার্ম সিট পাবেন মহিলা যাত্রীরা। রেলের তরফে থেকে তেমনটাই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু মাত্র মহিলা যাত্রীদের কথা ভেবেই এবার মেল এবং এক্সপ্রেস ট্রেনেও সিট সংরক্ষণ করে রাখা হবে। AC এবং স্লিপার কোচে বেশ কিছু আসন সংরক্ষিত করে রাখা হবে।
শুধু আসন সংরক্ষণই নয় মহিলাদের সুরক্ষার জন্যও রেলের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, মহিলাদের যাত্রীদের সুবিধার কথা ভেবে আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সেই সঙ্গে নারী সুরক্ষা নিয়েও বিশেষ পরিকল্পনা করা হয়েছে।
রেলের তরফে জানা গিয়েছে, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাসে মোট ৬টি বার্থ মহিলাযাত্রীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। রাজধানী, দুরন্ত সহ সম্পূর্ণ এসি ট্রেনগুলোতেও মহিলা যাত্রীদের জন্য ৬ টি বার্থ সংরক্ষিত থাকছে। এছাড়াও প্রতিটি মেল এবং এক্সপ্রেস ট্রেনে গর্ভবতী মহিলা এবং ৪৫ বছরের ঊর্ধদের জন্য স্লিপার কোচে ৬ টি থেকে ৭ টি লোয়ার বার্থ, 3AC কোচে ৪ টি থেকে ৫টি লোয়ার বার্থ এবং 2AC কোচেও ৩ থেকে ৪ টি বার্থ সংরক্ষিত থাকবে। পাশপাশি নারী সুরক্ষার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানান রেলমন্ত্রী।
Comments are closed.