ভারতে ট্রেন যাত্রার ইতিহাস প্রাচীন। সময়ের সঙ্গে সঙ্গে রেলযাত্রায় এসেছে বিভিন্ন বদল। এবার সেই তালিকায় নবতম সংযোজন মাসাজ। ভারতীয় রেলের ইতিহাসে প্রথমবার, চলন্ত ট্রেনে মাসাজের সুবিধা মিলতে চলেছে। এবার মাত্র ১০০ টাকায় ‘ফুট’ ও ‘হেড’ মাসাজের সুবিধা দেবে ভারতীয় রেল। দীর্ঘ ট্রেন যাত্রার পর ম্যাজমেজে শরীরকে চাঙ্গা করতে মাসাজের জুড়ি মেলা ভার। এবার সেই সুবিধা দিতে চলেছে ভারতীয় রেল।
ইদানিং কালে ট্রেন যাত্রাকে সুখকর করতে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা করেছে ভারতীয় রেল। রেলে চালু হয়েছে ওয়াইফাই, গান শোনার ব্যবস্থা, অত্যাদুনিক টয়লেট। এবার ট্রেন যাত্রাকে আরও সুখকর করে তুলতে মাসাজম্যানেরও ব্যবস্থা রাখতে চলেছে তারা। রেলমন্ত্রক সূত্রে খবর, কিছুদিনের মধ্যে ইন্দোর থেকে ছাড়া ৩৯ টি ট্রেনে এমন অভিনব সুবিধা পাবেন যাত্রীরা। খরচ করতে হবে মাত্র ১০০ টাকা।
রেলমন্ত্রকের মিডিয়া ও কমিউনিকেশন ডিরেক্টর রাজেশ বাজপাই জানিয়েছেন, যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে ট্রেনে এই প্রথম মাসাজ সার্ভিস আনছে ভারতীয় রেল। রেলের ওই অফিসারের কথায়, এই সুবিধা দেওয়ার ফলে রেলের আয়ও যেমন বাড়বে, তেমনি যাত্রীরাও আরাম উপভোগ করবেন। ওই অফিসার জানিয়েছেন, এতে রেলের অতিরিক্ত বার্ষিক ২০ লক্ষ টাকা আয় হবে।
Comments are closed.