পরীক্ষার্থীদের বিক্ষোভের জের, আপাতত রেলে নিয়োগে স্থগিতাদেশ জারি করলেন রেলমন্ত্রী। সেই সঙ্গে পরীক্ষার্থীদের একাংশ নিয়োগে যে দুর্নীতির অভিযোগ তুলেছেন, তা খতিয়ে দেখতে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই কমিটির কাছে এবং এবং রেলের রিক্রুটমেন্ট বোর্ডের কাছে অভিযোগ জানতে পারবে পরীক্ষার্থী। অভিযোগ খতিয়ে দেখে ৪ মার্চের মধ্যে রেল বোর্ডকে রিপোর্ট জমা দেবে ওই কমিটি।
গত তিন ধরে রেলের রিক্রুটমেন্ট বোর্ডের RRB- NTPC পরীক্ষার রেজাল্ট-এ দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেছিল একাংশের পরীক্ষার্থী। সোমবার রেলের তরফে CBT দ্বিতীয় ধাপের পরীক্ষার কথা ঘোষণা করলেই বিক্ষোভ চরম আকার নেয়। পরীক্ষার্থীদের অভিযোগ দ্বিতীয় ধাপের পরীক্ষা নিয়ে আগে রেলের তরফে কিছু বলা হয়নি। এখন যা বলা হচ্ছে তা নিয়ম বিরুদ্ধে। তাঁদের দাবি, এর পেছনে রেলের একাধিক আধিকারিকদের দুর্নীতি রয়েছে। বিহার থেকে শুরু হওয়া সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশেও।
এদিন রেলের এক মুখপাত্র জানিয়েছেন, পরীক্ষায় সফল এবং অকৃতকার্য পরীক্ষার্থীদের অভিযোগ শোনার জন্যই কমিটি গঠন করা হয়েছে। উভয়পক্ষের মত শুনে নির্দিষ্ট তদন্ত করেই রিপোর্ট জমা দেবে কমিটি।
Comments are closed.