করমণ্ডল দুর্ঘটনার কারণ কী? রিপোর্ট প্রকাশ করে জানাল রেলওয়ে সেফটি বোর্ড 

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার এক মাস পেরিয়ে গিয়েছে। ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। এই আবহে রেল দুর্ঘটনার কারণ নিয়ে রিপোর্ট প্রকাশ করল রেলওয়ে সেফটি বোর্ড। বোর্ডের রিপোর্ট সাফ বলা হয়েছে, কোনও যান্ত্রিক ত্রুটি নয়। দুর্ঘটনার কারণ ‘হিউম্যান ইরোর। অর্থাৎ কর্মীদের ভুলের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রিপোর্ট দাবি করা হয়েছে, সিগন্যালিং বিভাগের কর্মীদের ভুলের কারণেই এই দুর্ঘটনা।

ট্রেন দুর্ঘটনার নেপথ্যের কারণ কী? তা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সিবিআই এখনও তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি। তার মাঝেই রেল বোর্ড রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, তদন্তে যে সমস্ত কর্মীদের কর্তব্যে গাফিলতির অভিযোগ মিলেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে রেল।

উল্লেখ্য, গত ২ জুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল সহ দুটি ট্রেন। দুর্ঘটনায় পড়ে হামসফর এক্সপ্রেস, মালগাড়ি। রেলের দাবি, এখনও পর্যন্ত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। নিহত অনেককেই এখনও শনাক্ত করা যায়নি।

Comments are closed.