RRB NTPC পরীক্ষা: পরিক্ষার্থীদের জন্য ৬৫ টি স্পেশাল ট্রেন চালাবে রেল, ট্যুইটে জানালেন রেলমন্ত্রী 

মে মাসের ৯ এবং ১০ তারিখ রয়েছে RRB NTPC পরীক্ষা। কিন্তু পরীক্ষার্থীদের অনেকেই অভিযোগ করেছেন, পরীক্ষাকেন্দ্র থেকে তাঁদের বাড়ি অনেকটাই দূরে। কারোর কারোর অন্য শহর, এমনকী অন্য রাজ্যে সিট্ পড়েছে। অথচ ট্রেন অপর্যাপ্ত থাকায়, অনেকেই এখনও টিকিট কেটে উঠতে পারেননি। যার জেরে তারা আদৌ পরীক্ষায় বসতে পারবেন কিনা তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। এই অবস্থায় পরীক্ষার্থীদের সমস্যা দূর করতে এগিয়ে এল রেল। রেলের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে যথা সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন সে কারণে ৬৫ টি স্পেশাল ট্রেন চালানো হবে।  

বৃহস্পতিবার এই মর্মে ট্যুইট করে স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, ৯ এবং ১০ মে রেলের RRB NTPC-এর পরীক্ষার জন্য সারা দেশে ৬৫ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। যদিও জানা গিয়েছে, স্পেশাল ট্রেন হলেও, প্রত্যেক পরীক্ষার্থীকে টিকিট কেটেই ট্রেনে উঠতে হবে। স্পেশাল ট্রেনের সময় নীচের লিঙ্কে…

 স্পেশাল ট্রেনের সময়

এদিকে RRB NTPC CBT 2 এডমিট কার্ড ইতিমধ্যেই সংশ্লিষ্ট ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। rrbcdg.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীরা তাঁদের এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন।  

উল্লেখ্য একটি বড় সংখ্যক পরীক্ষার্থী যারা NTPC CBT 1 পরীক্ষায় পাস করেছেন তারাই RRB NTPC Exam 2022 দিতে পারবেন। ৬৫টি স্পেশাল ট্রেন ৮ মে তারিখ থেকে চালানো হবে।      

Comments are closed.