সকাল থেকে মেঘলা আকাশ, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস; আবহাওয়ার ভোলবদল নিয়ে কী জানাল হাওয়া অফিস
আবহাওয়ার বড়সড় পরিবর্তনের খবর দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মার্চের মাঝামাঝি সময়ে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভবনা রয়েছে। জানা গিয়েছে, ১৬ এবং ১৭ মার্চ বৃহস্পতি, শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৫ মার্চ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে খবর।
এদিকে আজ ১০ মার্চও বৃষ্টির সম্ভবনা রয়েছে। রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া , বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলোতেও এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শহরের সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। জানা গিয়েছে, ১৫ মার্চ পর্যন্ত কলকাতা সহ সংলগ্ন জেলার তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
Comments are closed.