নিম্নচাপের প্রভাব থাকছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়; বৃষ্টিপাতের সম্ভাবনা 

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কয়েকদিন বৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে শনিবারও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন হাওড়া , হুগলি , নদিয়া , ঝাড়গ্রাম , দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর , উত্তর ২৪ পরগনা‌, বাঁকুড়া , পুরুলিয়া , বীরভূম , মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকে কিছু জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , আলিপুরদুয়ার , কোচবিহার, উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে বলে খবর। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়বে। এবং একই সঙ্গে জারি থাকবে অদ্রতাজনিত অস্বস্তি।

Comments are closed.