সাগরে ঘূর্ণাবর্তের জের, ফের দক্ষিণে বাড়বে বৃষ্টি; আর যা জানাল হাওয়া অফিস 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত শীঘ্রই নিম্নচাপে পরিণত হবে। যার জেরে বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিস্থিতি থাকবে বলে জানা গিয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এর মধ্যে বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েকটি জেলায় কার্যত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে এই ক’দিন। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলী সহ বেশ কয়েকটি জেলাতে মাঝারি মানের বৃষ্টি হবে। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানা গিয়েছে।

এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হবে। বাকি বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে বলে খবর।

Comments are closed.