পুজোর রেশ কাটতে না কাটতেই আবহাওয়ার ভোল বদল নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিতে ভিজবে বলে জানা গিয়েছে। ২৫ অক্টোবর গভীর নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে যাবে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর সহ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিমপঙ-এও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
পুজোর ক’দিন নির্বিঘ্নে কাটলেও নবমীতে কলকাতা সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। দশমীতেও দু’এক পশলা বৃষ্টিতে ভিজেছে বেশ কয়েকটি জেলা। এই আবহে একাদশীর দিন বৃষ্টির পূর্বাভাস ছিলই। যদিও ভারী বৃষ্টি হবে না বলে আগেই জানানো হয়েছিল।
Comments are closed.