বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। যার জেরে তাপমাত্রাও কিছুটা কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনও রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যদিও শুক্রবারের পর থেকে আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ কিছুটা সরে এসেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি দক্ষিণ ওড়িশা ও ছত্রিশগড়ের উপর দিয়ে যাবে। যার জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদুৎ সহ বৃষ্টি হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে, সেই সঙ্গে বাড়বে অদ্রতাজনিত অস্বস্তি।
Comments are closed.