দাবদাহ থেকে মিলবে মুক্তি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস 

তীব্র গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। প্রখর রোদে কার্যত পুড়ছে জেলাগুলো। দিনের বেলা বাইরে বেরোনো এক প্রকার অসম্ভব। এই অবস্থায় সবার একটাই প্রশ্ন, তীব্র দাবদহ থেকে কবে মিলবে মুক্তি? এবার সেই আশার কথাই শোনাল আবহাওয়া দফতর। জানা গিয়েছে আগামী শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদীয়ায় বৃষ্টির সম্ভবনা থাকছে। যদিও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে কিনা তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

তবে বৃষ্টি হলেও পরিস্থিতির ব্যাপক কোনও পরিবর্তন হবে না বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। হওয়া অফিসের তরফে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল পর্যন্ত জেলায় জেলায় তাপপ্রবাহ চলবে। ২২ এপ্রিলের পর থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হবে, তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Comments are closed.