নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত; দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি 

প্রত্যক্ষ প্রভাব পড়বে না নিম্নচাপের। তবে পরোক্ষ প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে আবহাওয়ার বদল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল থেকে মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কিছুটা কমবে। অদ্রতাজনিত অস্বস্তি থেকে অনেকটাই রেহাই মিলবে বলে হাওয়া অফিস জনিয়েছে।

বুধবারের পর বৃহস্পতি ও শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমলেই বাড়বে তাপমাত্রা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম।

Comments are closed.