বৃহস্পতিবার ভোর রাত থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সারাদিনই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। হাওয়া অফিসের পূর্বাভাস তেমনটাই।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। যা ক্রমাগত শক্তি বাড়াচ্ছে। এই মুহূর্তে নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূল থেকে ছত্রিশগড়ের দিকে। ইতিমধ্যেই ওই দুই রাজ্যে প্রবল বর্ষণের সতর্কতা জারি হয়েছে। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে এ রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদনীপুরে সকাল থেকেই বৃষ্টি চলছে। শুক্রবারও পরিস্থিতি এমনটাই থাকবে বলে খবর। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। লাগাতার বৃষ্টির জেরে অদ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমবে। তবে শনিবারের পর থেকে ফের একবার তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে।
Comments are closed.