হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই। সেই মতোই এবার পশ্চিমী ঝঞ্জার জেরে রাজ্যে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। যার প্রভাবে তাপমাত্রার পারদ বেশি কিছুটা বেড়েছে। এদিকে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার যে জেলাগুলোতে বৃষ্টি হবে সেগুলো হল, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণা। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায়ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিন বৃষ্টি হতে পারে, দার্জিলিং এবং কালিম্পং-এও। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে।
জলীয় বাষ্পের আধিক্যের কারণে কলকাতায় রাতের তাপমাত্রাও বেড়েছে। একই সঙ্গে গরমের অস্বস্তি অনুভূত হতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছিল, ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দু ডিগ্রি বেশি। যদিও উত্তরবঙ্গে উল্টো পরিস্থিতি। উত্তুরে হাওয়ার আধিক্যের কারণে তাপমাত্রা কমছে। পুরো মাত্রায় শীতের আমেজ উপভোগ করতে পাহাড়ে পর্যটকের সংখ্যাও বাড়ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্জার প্রভাব কেটে গেলেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে। কয়েক দিনের মধ্যেই আবহাওয়ার আমূল পরিবর্তন হবে।
Comments are closed.