ভরা বসন্তে বৃষ্টির পূর্বাভাস; ভিজতে পারে দক্ষিণবঙ্গের ৬টি জেলা 

ক্যালেন্ডারে সময়টা বসন্তের হলেও গরমে কার্যত পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। কলকাতার তাপমাত্রাই ছুঁয়েছে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলোতে পারদ আরও চড়েছে। তারমধ্যেই দোলযাত্রায় মাতোয়ারা রাজ্যবাসী। এদিকে আবহাওয়া পরিবর্তন নিয়ে বড় খবর দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের ছটি জেলাতে ঝড়-বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের তরফে খবর, ছত্রিশগড় থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যার জেরেই দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে এই বীরভূমেও। 

একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আগামী মঙ্গল এবং বুধবার উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভবনা আছে। 

এদিকে গরম নিয়েও আশঙ্কার খবর দিয়েছে আবহাওয়া দফতর। মার্চেই শুরুতেই যেভাবে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়ছে, তাতে করে হাওয়া অফিসের অনুমান এবছর দক্ষিণবঙ্গে রেকর্ড গরম পড়তে চলেছে। মার্চের মধ্যেই কলকাতা সহ বাকি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। 

Comments are closed.