পুজো শুরু হয়ে গিয়েছে পুরোদমে। পঞ্চমীতেই রেকর্ড সংখ্যক মানুষ বেড়িয়েছেন ঠাকুর দেখতে। রাস্তাঘাটে জনজোয়ার। উৎসবের মরশুমেই কিছুটা আশঙ্কার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, সপ্তমীতেই নিম্নচাপ ফেরার সম্ভাবনা রাজ্যে। যার জের নবমী এবং দশমীতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায়।
তবে অষ্টমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই কোনও জেলায়। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, রাতের দিকে কিছুটা তাপমাত্রা কমবে। উত্তরে হওয়ার প্রভাব অনুভব হবে।
এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অষ্টমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পঙ সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সব মিলিয়ে পুজো নির্বিঘ্নে কাটবে বলেই জানানো হয়েছে।
Comments are closed.