ঝিরঝিরে বৃষ্টি আর দমকা বাতাস নিয়ে শুক্রবার কলকাতার দিন শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিন সকাল থেকে কলকাতা ছাড়াও দুই মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল। বৃষ্টির জন্য মানুষকে নাকাল হতে হয়েছে। এদিকে অসময়ের এই বৃষ্টিতে হঠাৎ করে উধাও তীব্র শীত। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিন কলকাতার তাপমাত্রার তেমন কোনও হেরফেরের সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। রবিবার আকাশ থাকবে একেবারে ঝকঝকে।
তবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, এমনকী শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। শুক্রবার রাত থেকে দার্জিলিঙে তুষারপাতের সতর্কতা রয়েছে। এদিন দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে হালকা বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। আলিপুর আবহাওয়া দফতর বলছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। তাই তাপমাত্রা বাড়ছে। তবে ঝঞ্ঝা কাটলেই ফের শীত ফিরতে পারে।
Comments are closed.