বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুতে মৃত্যু হল ২ জনের। এদিন দুপুরে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। জানা গিয়েছে, নদীয়া জেলায় মৃত্যু হয় ২ জনের। নদীয়ার করিমপুর থানার কাঠালিয়া মাঠের বাসিন্দা দুঃশাসন অধিকারী নিজের চাষের জমিতে চাষ করছিলেন। পরিবারের তরফে জানা গিয়েছে, আচমকা শুরু হওয়া বৃষ্টিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। বাজ পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে স্থানীয় করিমপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে মৃত্যু হয় নদীয়া জেলার আরেকজন মিনারুল শেখ। নদীয়ার করিমপুরের গোয়াস দক্ষিণপাড়ার বাসিন্দা ছিলেন মিনারুল শেখ। বৃহস্পতিবার দুপুরে বাড়ির বাইরে ছিলেন তিনি। সেইসময় শুরু হয় বৃষ্টি। মাটিতে লুটিয়ে পড়েন মিনারুল শেখ। তাঁকেও উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মিনারুলের।
উল্লেখ্য, হাওয়া অফিস সূত্রে আগেই থেকেই খবর ছিল এদিন বেলার দিকে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। পার্শ্ববর্তী জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
Comments are closed.