ভাইরাল VIDEO: করোনা ঝড়ে ছুটি বাতিল, থানাতেই গায়ে হলুদ পুলিশকর্মীর
দুঙ্গারপুরের এক পুলিশ কর্মীর গায়ে হলুদ উৎসব হল থানাতেই
অতিমারি বলে কি বাঁচা বারণ? একেবারেই না। আর পাঁচ জনের জীবন বাঁচানোর পাশাপাশি বাঁচতে হবে প্রাণভরে, আনন্দে। তেমনই ঘটল রাজস্থানের দুঙ্গারপুরে।
করোনা বিপর্যয়ের কারণে নিজের বিয়েতেও ছুটি মেলেনি। তা বলে কি মুখ গোমরা করে থাকতে হবে? দুঙ্গারপুরের এক পুলিশ কর্মীর গায়ে হলুদ উৎসব হল থানাতেই। বিধি মেনে থানার মহিলারা মেতে উঠলেন আনন্দে।
মহিলা কনস্টেবল আশার গায়ে হলুদের ভিডিও স্যোশাল দুনিয়ায় প্রকাশ্যে আসতেই ব্যাপক ভাইরাল হয়।
চারিদিকে মৃত্যুর হাহাকার! ছুটি নেওয়া থাকলেও ছুটি বাতিল হয়ে যাচ্ছে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীদের।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আশার মাথায় লাল দুপট্টা, গায়ে হলুদ রঙের সালোয়ার। ইউনিফর্ম পরা সহকর্মীরা রাজস্থানী গায়ে হলুদের গান গেয়ে তাঁর হাতে-মুখে হলুদ লাগাচ্ছে। সেখানে রয়েছে আশার বাড়ির লোকও।
The 'haldi' ceremony of a woman police constable appointed at the Dungarpur kotwali in #Rajasthan was held at the police station premises, as she failed to get her leave sanctioned amid the #lockdown in place in the state in the wake of surging #COVID19 cases.@IPS_Association pic.twitter.com/JbhQnnjmsT
— 𝐁𝐡𝐚𝐯𝐞𝐬𝐡 𝐇𝐢𝐧𝐝𝐮𝐬𝐭𝐚𝐧𝐢 🇮🇳 (@nationalDivyang) April 24, 2021
সূত্রের খবর, পুলিশ কনস্টেবল আশার বিয়ে ঠিক হয়েছিল গত বছর মে মাসে৷ লকডাউনের কারণে বিয়ের তারিখ পিছিয়ে করা হয় চলতি বছরের ৩০ এপ্রিল৷ কিন্তু ফের একবার একই পরিস্থিতি৷ তবে এবার আর বিয়ে পিছোতে রাজি ছিলেন না আশার মা বাবা। তাই ছুটি বাতিল হওয়ার পরেও আশার গায়ে হলুদের অনুষ্ঠানে জমিয়ে আনন্দ চলল পুলিশ স্টেশনের মধ্যেই৷
Comments are closed.