ত্রিপুরায় তৃণমূলকে বারবার হামলার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। ঘাসফুল শিবিরের দাবি, আক্রমণের নেপথ্যে রয়েছে বিজেপি। এমনকী সে রাজ্যের পুরভোটে প্রার্থীদের মনোনয়ন প্রত্যহার করার জন্য চাপ দেওয়া হয়েছে বলেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই আবহে ত্রিপুরার দায়িত্ব নেওয়ার পরেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চরিয়েছেন রাজীব ব্যানার্জি।
মঙ্গলবার ত্রিপুরায় দলীয় কর্মীদের একটি সভা থেকে গেরুয়া শিবিরের প্রাক্তন নেতা বলেন, এখানে বিজেপি যদি তৃণমূলের উপর আক্রমণ করে তবে তৃণমূলও হাত গুটিয়ে বসে থাকবে না। আমরা পাল্টা দিতে জানি। সেই সঙ্গে রাজীব এও বলেন, তৃণমূল শান্তিতে বিশ্বাসী। তবে আমাদের ভদ্রতাকে কেউ দুর্বলতা ভাবলে ভুল হবে।
এদিন তাঁর সঙ্গে দলীয় কর্মীদের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপির হুমকির অভিযোগ তুলে রাজীব বলেন, চাপের মুখে পড়েও বেশিরভাগ তৃণমূল প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেননি। সকলকে ধন্যবাদ। কর্মীদের উদ্দ্যেশে রাজীব বলেন, ত্রিপুরায় কেউ নিজেকে একলা ভাববেন না। কারোর উপরে হামলা হলে দলের সব স্থরের নেতা কর্মী ঝাঁপিয়ে পড়বে।
উল্লেখ্য, ত্রিপুরায় আসন্ন পুরনির্বাচনে আগরতলায় ৫১টি ওয়ার্ডের প্রতিটিতেই প্রার্থী দিয়েছে তৃণমূল।
Comments are closed.