রবিবার ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই ত্রিপুরা তৃণমূলের ব্যস্ততা তুঙ্গে। আর এই আবহে ত্রিপুরা গেলেন রাজীব ব্যানার্জি। যার জেরে ফের একবার তাঁর ঘরওয়াপশি নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
একুশের নির্বাচনের পরেই বেসুরে বাজচ্ছেন বিজেপি নেতা রাজীব ব্যানার্জি। একাধিকবার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনায় সরব হন রাজীব। যার জেরে রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা। আর এদিন তাঁর ত্রিপুরা সফর ঘিরেও ফের একবার সেই সম্ভবনা তীব্র হয়েছে। যদিও জল্পনা উড়িয়ে রাজীব দাবি করেছেন, ত্রিপুরাতে তাঁর আত্মীয়রা থাকেন। তাঁদের সঙ্গে দেখা করতেই তিনি এসেছেন। এমনকী বিজেপিতেই রয়েছেন বলে দাবি করেছেন তিনি।
বর্তমান বিজেপির কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য রাজীব ব্যানার্জি। তাঁকে ঘিরে চলা বিতর্কের মাঝেই গেরুয়া শিবির নতুন কেন্দ্রীয় কমিটিতে রাজীবকে জায়গা দিয়েছে।
উল্লেখ্য দলবদলের জল্পনার মাঝে বেশ কিছু দিন আগে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন রাজীব। সেই কারণেই অভিষেকের আগে তাঁর ত্রিপুরা সফর নিয়ে দুইয়ে দুইয়ে চার করেছেন রাজনৈতিক কারবারিদের একাংশ।
Comments are closed.