শুক্রবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৭ তম জন্মজয়ন্তী। এদিন বীরভূমিতে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপণ করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মদিনে সদভাবনা দিবস হিসেবে পালন করে কংগ্রেস। এদিন একাধিক কর্মসূচীর আয়োজন করেছে যুব কংগ্রেস। রক্তদান শিবির, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজীব গান্ধী ১৯৪৪ সালের ২০ অগাস্ট ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রপ্রৌত্র ভারতের নবম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। মাত্র ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।
১৯৯১ সালে তামিলনাড়ুতে ভোটের প্রচারের সময় আত্মঘাতী হামলায় প্রয়াত হন রাজীব গান্ধী।
Comments are closed.