“আমার হাসির কারণ তুমি…”, প্রেমিকা পত্রলেখাকে জন্মদিনের শুভেচ্ছা রাজকুমার রাওয়ের
২০ ফেব্রুয়ারি অভিনেত্রী পত্রলেখার ৩১তম জন্মদিন ছিল।
২০১৪ র হিট ছবি “সিটি লাইটস” থেকে একসঙ্গে পথ চলা শুরু রাজকুমার রাও এবং তাঁর প্রেমিকা পত্রলেখার। এরপর একসঙ্গে ছয় বছর কাটিয়ে ফেলেছেন ভালোবাসাকে সাক্ষী রেখে। মুহূর্তের জন্যও ফিকে হয়নি তাঁদের ভালোবাসার রঙ। একে অপরের ভালো থাকার কারণ হয়ে উঠেছে তাঁরা। ২০ ফেব্রুয়ারি অভিনেত্রী পত্রলেখার ৩১তম জন্মদিন ছিল। বিশেষ দিনে প্রেমিকাকে স্পেশাল অনুভূতি দিতে এদিন বলিউড অভিনেতা রাজকুমার রাও তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন।
ছবিতে ফুটে উঠছে আদর মাখানো পত্রলেখার মুখ। আর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাজকুমার রাও লিখছেন, “Happy birthday my love. You are the most gorgeous and kindest girl ever. The best daughter, best partner, best sister and the best friend, you inspire me every day. Thank you for being my strength. May god bless you forever and you get all the happiness and success in the world because you totally deserve them.” এর সঙ্গে যুক্ত করলেন তাঁদের প্রথম ছবি “সিটি লাইটস” এর গানর লাইন, “Mere muskuraane ki wajah tum ho…” রাজকুমারের কাছে পত্রলেখা শুধু একজন ভালো সঙ্গীর নয়, একজন ভাল বন্ধুও বটে। অভিনেতার প্রত্যেকটি শব্দে মধ্যে দিয়ে উঠে আসছে তাঁর জীবনে পত্রলেখার অবদানের গল্প।
View this post on Instagram
এর আগে, ভালোবাসার দিনকে সামনে রেখে প্রেমিকার সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজকুমার রাও। ছবির ক্যাপশনের পরোতে পরোতে উঠে এসেছে তাঁদের ভালোবাসাময় সুখের কাহিনী।
View this post on Instagram
প্রসঙ্গত, বলিউড মহলে উজ্জল এবং প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন রাজকুমার রাও। কেরিয়ারের হাতে খড়ি “লাভ, সেক্স অর ধোকা” দিয়ে এরপর একে একে ‘কাই পো চে’, ‘সিটি লাইটস’, ‘শাহিদ’, ‘আলিগড়’ এর মত অসাধারণ কিছু ছবি সিনেমাপ্রেমীদের উপহার দিয়েছেন।
Comments are closed.