বুধবার তৃণমূল নেত্রীর আমন্ত্রণে দিল্লিতে ১৭ টি বিজেপি বিরোধী দল বৈঠকে বসে। আর সেই বৈঠক শেষে হতেই মমতা ব্যানার্জিকে ফোন করলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিংহ। বিরোধী বৈঠক শেষে হওয়ার পরেই কেন তৃণমূল নেত্রীকে ফোন করলেন রাজনাথ সিংহ, তা নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। যদিও মমতা ব্যানার্জির পাশপাশি আর তিনজন বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকেও ফোন করেছেন রাজনাথ সিংহ।
ফোনের কারণ নিয়ে জল্পনার মধ্যেই সূত্র মারফত জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়েই তৃণমূল নেত্রীর সঙ্গে কথা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী। জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা যায় তা নিয়ে মমতা ব্যানার্জির পরামর্শ চেয়েছেন তিনি। একই কারণে ফোন করেছিলেন, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খর্গে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিংহ যাদবকে।
রাজনৈতিক মহলের একাংশ বলছে, রাষ্ট্রপতি পদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিরোধীদের পরামর্শ নিয়ে সর্বসম্মতিক্রমে প্রার্থী নির্বাচন করতে চাইছে কেন্দ্র। যদিও জানা গিয়েছে, মমতা ব্যানার্জি বা অন্যান্য বিরোধী নেতারা রাজনাথ সিংহের প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি। উল্টে বিরোধীরা কেন্দ্রকে বলেছে, আগে তারা প্রার্থীর নাম প্রস্তাব করুক। তারপর বিরোধীদের তরফে সমর্থন, বিরোধিতা করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পদ্ম শিবির সূত্রে খবর, রাষ্ট্রপতি হিসেবে এখনও কোনও নাম নির্বাচিত করতে পারেনি এনডিএ। খুব শীঘ্রই এনডিএ-এর শরিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসবে পদ্মশিবির।
উল্লেখ্য রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী কে হবেন, তা নিয়ে আলোচনা করতে ২২ টি বিরোধী দলকে আলোচনায় বসতে আমন্ত্রণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার সিপিএম, কংগ্রেস, সমাজবাদী পার্ট সহ ১৭ টি বিরোধী দলের প্রতিনিধি মমতা ব্যানার্জির ডাকা বৈঠকে হাজির হয়েছিলেন। আর এই বৈঠকের পরেই তৃণমূল নেত্রী সহ বিরোধীদের রাজনাথ সিংহের ফোন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, এমনটাই রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন।
Comments are closed.