২৪ জুলাই রাজ্যে রাজ্যসভা নির্বাচন, বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন 

রাজ্যে ৭ টি রাজ্যসভার আসনে ভোট হবে আগামী ২৪ জুলাই। ওই দিনও সন্ধ্যায় ভোট গণনা। মঙ্গলবার জোড়া বিজ্ঞপ্তি জারি করে জানাল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের ৬ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হওয়ার কারণে ৬ টি আসনে ভোট গ্রহণ হবে। সেই সঙ্গে তৃণমূলের টিকিটে নির্বাচিত গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। যে কারণে ওই আসনটিও ফাঁকা পড়ে রয়েছে। বাকি ছয়টি আসনের সঙ্গে ২৪ জুলাই ওই আসনটিতেও উপনির্বাচন রয়েছে। 

এর আগে ২০১৭ সালে রাজ্যসভার নির্বাচন ছটি আসনের মধ্যে পাঁচটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। তৃণমূলের জয়ী সাংসদরা হলেন, দোলা সেন, সুখেন্দু শেখর রায়, শান্তা ছেত্রী, ডেরেক ও’ব্রায়েন এবং মানস ভূঁইয়া। পরে মানস ভূঁইয়ার ইস্তফার পর ওই আসনে জিতে রাজ্যসভায় যান সুস্মিতা দেব। এদিকে বাকি একটি আসনে জয়ী হন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। এবারে তাঁরও মেয়াদ শেষ হচ্ছে। 

 

Comments are closed.