রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন, দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম নিয়ে জল্পনা 

আগামী ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এদিন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচন, ফল ঘোষণা ২১ জুলাই। 

রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণার পরই জল্পনা শুরু হয়েছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম নিয়ে। রামনাথ কোবিন্দের আসনে কে বসেন এখন সে দিকেই তাকিয়ে গোটা দেশ। ভারতীয় সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হন একটি ইলেক্ট্রোরাল কলেজের মাধ্যমে। রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা, রাজ্যসভার সাংসদরা এবং বিধানসভার বিধায়করা ভোট দিয়ে থাকেন। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতি নির্বাচনে কোনও সংখ্যালঘু মুখ অথবা কোনও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলা মুখকে রাষ্ট্রপতি পদ প্রার্থী করতে পারে বিজেপি। কেন্দ্রীয়মন্ত্রী তথা গেরুয়া শিবিরের সংখ্যালঘু মুখ মুখতার আব্বাস নাকভিকে এবারে রাজ্যসভায় প্রার্থী করেনি বিজেপি। সেক্ষত্রে তাঁর নাম নিয়ে রাজধানীর অন্দরে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে মহিলা মুখের ক্ষেত্রে উড়িষ্যার বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মুর নামও নিয়ে আলোচনা চলছে। তবে বিরোধীদের তরফে এখনও কোনও রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে আলোচনা শুরু হয়নি বলে খবর। 

Comments are closed.