রেশন কার্ড নিয়ে অনেকেই সমস্যায় মুখে পড়ছেন। কোথাও রেশন কার্ডে ভুল তথ্য, কেউ কেউ আবার আবেদন করেও রেশন কার্ড পাননি। এক দেশ এক রেশন কার্ড নীতি শুরু হওয়ার পরে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করাতে হচ্ছে। যা নিয়েও অনেকের নানান প্রশ্ন রয়েছে। এই সব সমস্যার সমাধান করতে বিশেষ ভিডিও ট্যুইট করলো রাজ্যের খাদ্য ও সরবারহ দফতর।
রাজ্য সরকারের প্রকল্প খাদ্য সাথী নিয়ে ভিডিও বার্তাটি ট্যুইট করে খাদ্য ও সরবরাহ দফতর। রেশন কার্ড সংক্রান্ত নানান জরুরী তথ্য জানিয়ে একটি ভিডিও তৈরি করে রাজ্য সরকার। সেই ভিডিওর ইউটিউব লিংক ট্যুইট করা হয়।
ভিডিওটিতে জানানো হয়েছে প্রতিটি দুয়ারে সরকার ক্যাম্পে খাদ্য সাথীর জন্য একটি আলাদা কাউন্টার করা হয়েছে। ওই কাউন্টার থেকে রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় সাহায্য পাবেন সাধারণ মানুষ। নতুন রেশন কার্ড, রেশন কার্ড সংশোধন, বা রেশন দোকানের নাম পরিবর্তনের জন্য নির্দিষ্ট কাউন্টারগুলোতে গিয়ে আবেদন করতে হবে। রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের লিঙ্ক করানোর কাজও হবে কাউন্টারগুলোতে।
eKYC at Duare Sarkarhttps://t.co/x1jFKhPnTv
— Department of Food and Supplies, Government of WB (@wbdfs) August 19, 2021
উল্লেখ্য গত ১৬ আগস্ট থেকে রাজ্যে দ্বিতীয় দফায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন ইতিমধ্যেই সারা রাজ্যে ৪৬ লক্ষ আবেদন জমা পড়েছে দুয়ারে সরকার ক্যাম্পে। যার মধ্যে ৩০ লক্ষ আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য।
Comments are closed.