বিধানসভা ভোটের ৩ মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে তিনি বিধায়কও হন। বুধবার তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জির উপস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তন করেন কৃষ্ণ।
নির্বাচনের ফল প্রকাশের পরেই বেসুরো ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন তিনি। বলেন, বিজেপি সাংসদ বিধানসভা ভোটে তাঁকে হারানোর পরিকল্পনা করেছিলেন।
তৃণমূলে ফিরে এদিনও সদ্য প্রাক্তন দলকে এক হাত নিয়েছেন কৃষ্ণ। তাঁর অভিযোগ, বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই। দলের অন্দরে শুধু ষড়যন্ত্র করা হয়। মূল্য বৃদ্ধির জন্যও মোদী সরকারকে আক্রমণ শানান। সেই সঙ্গে বলেন, মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে তিনি তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলার নারীদের জন্যও মমতা ব্যানার্জি অনেক কাজ করেছেন বলে দাবি করেন কৃষ্ণ।
পাশাপাশি সাংবাদিকদের কৃষ্ণ জানান, ছয় মাস আগে বিজেপিতে গিয়ে তিনি একটি ভুল করেছিলেন, এদিন তা শুধরে নিলেন।
কৃষ্ণ কল্যাণীর তৃণমূলে ফেরা নিয়ে দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি বলেন, সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে আলোচনা করে দলনেত্রী মমতা ব্যানার্জির অনুমোদনে কৃষ্ণ কল্যাণীকে তৃণমূলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments are closed.