বন্ধ হয়ে গেল মহারাষ্ট্রের করদ জনতা সহকারী ব্যাঙ্কের সমস্ত শাখা। গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়েছে ডিপোজিট ইনসিওরেন্স এবং ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশনের তরফে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরানো হবে। আজই আরবিআই এর এক বিবৃতি থেকে জানা গিয়েছে ৯৯ শতাংশের বেশি ব্যাঙ্ক গ্রাহক ডিপোজিট ইনসিওরেন্স এবং ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশনের তরফে টাকা ফেরত পাবে।
তবে লাইসেন্স বাতিল করার পাশাপাশি গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। আরবিআই এর এই আচমকা সিদ্ধান্ততে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু এক্ষেত্রে আরবিআই সাফ জানিয়েছে ব্যাঙ্ক রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯ অনুযায়ী ব্যাঙ্কের হাতে যে ন্যূনতম মূলধন থাকা উচিত তা নেই।
এমনকি ভবিষ্যৎ বলেও কোন বস্তু থাকা অসম্ভব। ভবিষ্যতে অর্থ উপার্জনের কোনও স্থায়ী পরিকল্পনা না থাকা এবং প্রয়োজনীয় মূলধনের অভাব থাকার কারণবশত এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা দরকার। অন্যথা এইভাবে ব্যাঙ্ক চালানো দেশের আম জনতার অবিচারের পথ বেছে নেওয়ার সামিল, তাই অনেক বিবেচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
Comments are closed.