গত সপ্তাহে হঠাৎ ২ হাজারের নোট বাতিল নিয়ে RBI-এর বিবৃতির জেরে শোরগোল পড়ে গিয়েছে। ফিরে এসেছে ২০১৬-এর নোটবন্দির স্মৃতি। যদিও এ ক্ষেত্রে অনেকটাই সময় দেওয়া হয়েছে। তবে নোট বাতিল নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রের মোদী সরকার। এসবের মধ্যেই নোট বাতিল নিয়ে দিল্লি হাইকোর্টের কাছে নিজেরদের যুক্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক।
২ হাজারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী আইনজীবী রজনীশ ভাস্কর কোর্টের কাছে দাবি করে, রিজার্ভ ব্যাঙ্কের কোনও এক্তিয়ার নেই এভাবে একক ভাবে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার।
পাল্টা রিজার্ভ ব্যাঙ্কের আইজীবি পরাগ ত্রিপাঠী কোর্টের কাছে বলেন, এই পদক্ষেপ কোনও ভাবেই নোটবন্দি নয়। নোট ব্যবহারের যে ব্যবস্থা গোটা দেশে রয়েছে তারই এটি একটি অঙ্গ মাত্র। রাতারাতি সব নোট বাতিল হচ্ছে না। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে নোটগুলো জমা দেওয়া যাবে। ব্যাঙ্ক শুধু তারপর আর তা বাজারের ফিরিয়ে দেবে না। বাজার থেকে পুরোনো নোট তুলে নিতেই এই উদ্যোগ। সেই সঙ্গে তাঁর আরও দাবি, প্রতিটি নোটের একটি মেয়াদ হয়। যে গোলাপি ২০০০ হাজার টাকার নোটগুলো ছাপা হয়েছিল, সেগুলোর মেয়াদ পাঁচ বছর। তাই সময়ের মধ্যেই সেগুলো তুলে নেওয়া হচ্ছে।
Comments are closed.