আদানি ইস্যুতে এবার আসরে রিজার্ভ ব্যাঙ্ক। আদানিরা কোন ব্যাঙ্ক থেকে কত টাকা ঋণ নিয়েছে, এবার দেশের সমস্ত ব্যাঙ্কের কাছ থেকে সেই তথ্য জানতে চাইল আরবিআই। জানা গিয়েছে, ইতি মধ্যেই দেশের সমস্ত ব্যাঙ্কের কাছে এই মর্মে বিজ্ঞপ্তি পাঠিয়েছে আরবিআই। এদিকে আদানি ইস্যুতে বিরোধীদেরও তোপের মুখে পড়েছে মোদী সরকার। বৃহস্পতিবার শুরু থেকে এ নিয়ে তুমুল হৈহট্টগোল শুরু হয়েছে সংসদের দুই ক্ষেত্রে।
আদানি ইস্যুতে লোকসভায় ১৭টি বিরোধী দল একযোগে তদন্তের দাবি তুলেছে। রাজ্যসভা এবং লোকসভার সদস্য নিয়ে কমিটি গড়ে তদন্তের দাবি তুলেছে বিরোধীরা। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট গঠন করেও তদন্তের দাবি তুলেছে বিরোধী দলের সাংসদরা। এই অবস্থায় আরবিআইয়ের নোটিশ ঘিরে ফের একবার উত্তাল জাতীয় রাজনীতি।
আদানি ইস্যুতে নাম না করে এদিন কেন্দ্রকে একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও। বর্ধমানের এক সভা থেকে মমতা ব্যানার্জির বিস্ফোরক অভিযোগ, বাজেট পেশের দিনই শেয়ার মার্কেটে ধস। সরকার পড়ে যাচ্ছিল। তাঁর কথায়, গতকালই তো সরকার পড়ে যাচ্ছিল। এর পর একে ওকে ফোন করে ধস সামলাতে কাউকে ২০ হাজার কাউকে ৩০ হাজার কোটি দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর খোঁচা, এভাবে কোনও সরকার চলতে পারে না।
Comments are closed.