সংক্রান্তির স্নানের আগেই সাগরমেলায় ৩১ লক্ষ পুণ্যার্থী, ভিড়ে রেকর্ড গড়ল গঙ্গাসাগর 

শনিবার বিকেল শুরু হচ্ছে এবারের মকর সংক্রান্তির পুণ্য স্নান। তার আগেই তীর্থ যাত্রীর ভিড়ে রেকর্ড গড়ল গঙ্গাসাগর মেলা। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার বিকেল পর্যন্ত মেলায় তীর্থযাত্রী হয়েছে প্রায় ৩১ লক্ষ। কোভিডের পর যা রেকর্ড। এখনও হাজার হাজার তীর্থযাত্রী গঙ্গাসাগরের পথে। মনে করা হচ্ছে শনিবার বিকেল পর্যন্ত পুণ্যার্থীরা সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে।

গত দু’বছর করোনার দাপটে সেই অর্থে ভিড় হয়নি সাগরমেলায়। আদালতেরও নির্দেশ ছিল ভিড় যাতে বেশি না হয়। তবে এবারে সেসব বিধিনিষেধ না থাকায় ব্যাপক জনসমাগম হয়েছে গঙ্গাসাগর মেলায়।

কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে গিয়ে মেলার প্রস্তুতি দেখে এসেছেন। এছাড়াও তীর্থ যাত্রীদের সুবিধের কথা ভেবে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কন্ট্রোল রুমের পাশাপাশি নবান্ন থেকেও সরাসরি নজর রাখা হচ্ছে। তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধের জন্য বাস, ভেসেলে এক টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে। একটি টিকিটেই গঙ্গাসাগর পর্যন্ত এবং সেখান থেকে ফেরা যাবে। সব মিলিয়ে শেষ পর্যন্ত প্রায় এক কোটি তীর্থযাত্রী মেলায় আসতে পারে বলে মনে করছে প্রশাসন।

Comments are closed.