কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হল। প্রবল তুষারপাতের কারণে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হল। ঋষিকেশ এবং হরিদ্বারে আর কেদারনাথ ধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে না।
কথা ছিল ২৫ এপ্রিল কেদারনাথ মন্দিরের দরজা খোলা হবে। অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ গত ২২ এপ্রিল থেকে শুরু হয়েছে চলতি বছরের চারধাম যাত্রা। গঙ্গোত্রী, যমুনোত্রীর দরজা আগেই খুলে দেওয়া হয়েছে। ২৫ এপ্রিল থেকে খুলে দেওয়া হত কেদারনাথ ধামের দরজা। বদ্রীনাথে যাত্রা শুরু ছিল ২৭ এপ্রিল থেকে। কিন্তু গাড়ওয়াল হিমালয়ে প্রবল তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হল কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন।
জানা গিয়েছে ইতিমধ্যেই ১৬ লক্ষের বেশি মানুষ চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করেছেন। চারধাম যাত্রা নিয়ে উত্তরাখণ্ড প্রশাসনের তরফে গাইডলাইন জারি করা হয়েছে। পুণ্যার্থীদের ছাতা ও রেনকোট সঙ্গে রাখতে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় সঙ্গে রাখার কথা বলা হয়েছে। ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পুণ্যার্থীদের কমপক্ষে ৭ দিন উত্তরাখণ্ডে থাকতে বলা হয়েছে। দিনে পাঁচ থেকে ১০ মিনিট নিঃশ্বাস জনিত যোগাভ্যাস করতে বলা হয়েছে।
Comments are closed.