কোভিড নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। কোভিড রোগীদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে নতুন গাইডলাইন তৈরি করা হল।
বলা হয়েছে, কোভিডের মৃদু উপসর্গ থাকলে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই। কিন্তু উপসর্গ গুরুতর হলে সঠিক চিকিৎসার প্রয়োজন। রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণের হার। আর সামান্য উপসর্গ থাকলেই সাধারণ মানুষ হাসপাতালে দৌঁড়াচ্ছেন। এই ক্ষেত্রে হাসপাতালগুলিতে পরিষেবার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। এবার এর থেক রেহাই পেতেই নয়া গাইডলাইন রাজ্য স্বাস্থ্য দফতরের।
গাইডলাইনে বলা হয়েছে, কোভিডে সংক্রমিত রোগীরা কতটা অসুস্থ তা সবার আগে দেখতে হবে। যদি কোনও ব্যক্তি কোভিডের সব উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন তাহলে সেই সব উপসর্গের মাত্রা দেখে তবেই তাঁকে হাসপাতালে ভর্তি নিতে হবে। মৃদু উপসর্গদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই। গাইডলাইনে বলা হয়েছে,টানা দুদিন ধরে হাই টেমপারেচর, অত্যাধিক কাশি, শ্বাসকষ্ট আর অক্সিজেনের মাত্রা যদি ৯৪% এর নীচে নেমে যায় তবে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে কিনা ভেবে দেখা হবে। এছাড়াও বুকে ব্যথা ও কো-মর্বিডিটি থাকলে তাঁকে হাসপাতালে ভর্তি করা যাবে। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১,১৩২ জন কোভিড সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্যকর্তাদের দাবি, রবিবার ছুটির দিন কম পরীক্ষা হওয়ার জন্য এই রিপোর্ট এসেছে।
Comments are closed.