দিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি। সর্বস্ব খোয়াতে হল যাত্রীদের। রবিবার ভোরে ট্রেনে উঠে পড়ে ২০ জনের ডাকাত দল। প্রথমে দুই মহিলা যাত্রীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না সহ সব লুঠ করে। এরপর ওপর জনের পুরো ব্যাগ নিয়ে চম্পট দেয়। বিহারের পাটনার কাছে ট্রেন ঢুকতেই এই ডাকাতির ঘটনা হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
হাওড়া জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভয়াবহ ডাকাতির ঘটনা হয়েছে দানাপুর ডিভিশনে। অভিযোগ সেখানে পাঠানো হয়েছে। তদন্ত করা হবে পুরো বিষয়ে। ডাকাতরা ট্রেনের ছয়-সাতটি বগিতে লুঠ চালায়। দুই মহিলা ছাড়াও অন্যান্য যাত্রীদের বন্দুক দেখিয়ে ডাকাতি করে।
অন্যদিকে প্রশ্ন উঠছে চালক ট্রেন থামিয়ে ছিলেন কেন। চালক জানান, ওই এলাকায় ট্রেনের চেন টানা হয়েছিল। তাই ট্রেন থামিয়েছিলেন তিনি। যদিও এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, এত বড় ডাকাতির ঘটনার সম্বন্ধে তিনি কিছু জানেন না।
এর আগেও বন্দুক ঠেকিয়ে একই কায়দায় নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে ডাকাতির ঘটনা হয়েছিল। তাই যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
Comments are closed.